ভিজিটর কাউণ্ট

.

a

Featured Posts

সোমবার, ১৫ জুলাই, ২০১৩

রিমেম্বার মি


রিমেম্বার মি একটি এ্যাকশন এডভেঞ্চার মারামারির গেম। ডেভেলপ করেছে ডোন্টনড এন্টারটেইনমেন্ট এবং পাবলিশ করেছে ক্যাপকম ২০১৩ সালের জুন 

 মাসে উইন্ডোজ, প্লেস্টেশন ৩ এবং এক্সবক্স ৩৬০ তে। গেমের পটভূমি ২০৮৪ সালের প্যারিস। ভবিষ্যতে ‘সেনসেন’ নামক এক টেকনলজি আবিস্কার হয় যার মাধ্যমে মানুষে স্মৃতি ডাউনলোড বা আপলোড করা যায়। তাছাড়া অগমেন্টেশন, রোবোট, ড্রোন ও সার্বজনিন হয়ে গেছে। 

গেমে আপনাকে নিলিন কে নিয়ে খেলতে হবে যে একজন মেমোরি হান্টার। সে এরোরিস্ট গ্রুপের হয়ে কাজ করে যাদের লক্ষ্য পৃথিবীর বুক থেকে সেনসেন এর নির্মাতা প্রতিষ্ঠান মেমোরাইজ কে বিতারিত করা এবং সেনসেন ধ্বংষ করা।

গেমের প্রথমেই তার মেমোরি নিয়ে নেয়া হয়। গেম যত অগ্রসর হয় তার সব কিছু মনে পড়তে থাকে। নিলিন এর অনন্য বৈশিষ্ঠ্য হল সে মানুষের স্মৃতি রিমিক্স করতে পারে। অথ্যাৎ স্মৃতি বদলিয়ে সেটাকে অন্যরকম করে দেয়া। তাছাড়া এক্রোব্যাটিক বৈশিষ্ঠ্য, ফাইটিং টেকনিক, মেমোরি ওভারলোড করতেও পারে। 

গেমের আরেকটি অনন্য বৈশিষ্ঠ্য হল কম্বো তৈরী করা।আপনি আপনার ইচ্ছামত ফাইটিং কম্বিনেশন তৈরী করতে পারবেন। সব মাইর যে ড্যামেজ করে তাও না। ফাইটিং এর মাধ্যমে লাইফ ও বৃদ্ধি করতে পারবেন। মোমোরি রিমিক্স অংশে আপনাকে বুদ্ধি খাটিয়ে এমন কিছু বদলিয়ে দিতে হবে যাবে লক্ষ্য পুরন হয়। 

গেমের শত্রু বলতে সাধারন মানুষ, নষ্ট স্মৃতিওয়ালা মানুষ বা লিপার ও ড্রোন বা রোবট রয়েছে। এদের একেকজনের বৈশিষ্য একেক রকম। প্রতি লেভেলে বস ফাইট আছে। বস গুলোকে এমনেই মাইর দিলে হয়না। টেকনিক করে মাইর দিতে হয়। মারামারিটা মাঝে মাঝে বিরক্তিকর লাগতে পারে কারন খুব কনসেনট্রেশন দিয়ে এটা করতে হয় মাঝে মাঝে। 

গেমের ব্যাকগ্রাউন্ড মিউজিক গেমের সাথে ভালো মানিয়ে যায়। গ্রাফিক্স ভালোই। 

গেমটি খেলতে পিসিতে লাগবে, 

CPU: Intel® CoreTM2 Duo 2.4 Ghz or better, 
AMD AthlonTM X2 2.8 Ghz or better 
RAM: 2 GB RAM 
Graphics: NVIDIA® GeForce® 8800GTS or better, 
ATI RadeonTM HD 3850 or better 
HDD: 9 GB free hard drive space 

স্ক্রিনশটঃ 







ডাউনলোড করুনঃ   

 টরেন্ট ফাইল:
 Remember Me-FLT ( 6.88 GiB)   

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন