ভিজিটর কাউণ্ট

.

a

Featured Posts

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

ম্যক্স পেইন ৩




 ম্যক্স পেইন ৩ গেমটি ডেভেলপ করেছে Rockstar Studios পাবলিশ করেছে Rockstar Games। গেমটি রিলিজ হয়েছে June 2012 সালে।  

 আমার জীবনে খেলা প্রথম একশন গেম ম্যক্স পেইন।  মারদাঙ্গা একশ্যন, মাত্রাহীন গুলাগুলি, মেশিন গানের চিৎকার, রক্ত আর মা বাপ তুলে গালির বৃষ্টি... একশ্যন গেমারদের চাহিদার সব উপকরনই আছে এই গেমে। 

দির্ঘ বিরতির পর এই বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছে সিরিজের তৃতীয় গেম। এই গেমের প্রেক্ষাপট ব্রাজিল। এক্স কপ ম্যক্স পেইন এখন ঘাটি গেড়েছে ব্রাজিলে, সে খানেই এক কোটিপোতির পার্সোনাল বডিগার্ডের কাজ করে সে। কিন্তু এই ম্যক্স পেইন আর আগের ম্যক্স নেই। 

স্ত্রি হারানোর শোকে সে আশ্রয় খুঁজে নিয়েছে এলকোহল আর পেইন কিলারের কাছে, নষ্ট হয়ে গেছে তার হাতের নিশানা। এরই মধ্যে কিডন্যাপ হয়ে যায় তার কোটিপতি বসের সুন্দরি বউ। 

ম্যক্স কি বাঁচাতে পারবে বসের বউকে? তারচেয়েও বড় প্রশ্ন ম্যক্স কি আবার খুঁজে পাবে আগের সেই অকুতোভয়, দুধর্স পুলিস অফিসারকে?

অসাধারণ গেম প্লে আর চোখে আগুন ধরিয়ে দেয়ার মত গ্রাফিক্সের এই গেমটি আমাদের দেশের অনেকেই খেলতে পারেননি পিসি রিকোয়ার্মেন্ট না মেলার কারণে। তাদের জন্যে নিচে ব্ল্যকবক্স এডিশনের লিঙ্ক দেয়া হল। এই এডিশন লো পিসি স্পেকেও ভালোই চলবে... এছাড়া এখন ব্ল্যকবক্স এডিশন আমাদের দেশে সিডিতেও পাওয়া যাচ্ছে।। 


এছাড়া হাই গ্রাফিক্স লিংক ও দিলাম। 

গেমটি খেলতে পিসিতে লাগবে,



  • Operating System: Windows 7 32/64 Service Pack 1, Windows Vista 32/64 Service Pack 2, Windows XP 32/64 Service Pack 3
  • Processor: Intel Dual Core 2.4 GHZ – i7 3930K 6 Core x 3.06 GHZ / AMD Dual Core 2.6 GHZ – FX8150 8 Core x 3.6 GHZ
  • RAM: 2GB – 16GB
  • Video Card: GeForce 8600 GT 512MB VRAM – GeForce GTX 680 2GB VRAM
  • Sound Card: 100% Direct X 9.0 compatible – Direct X 9.0 compatible supporting Dolby Digital Live
  • HDD Space: 35 GB 

  • স্ক্রিনশটঃ  


    ডাউনলোড করুনঃ  

     টরেন্ট ফাইলঃ





         

      



    0 মন্তব্য(গুলি):

    একটি মন্তব্য পোস্ট করুন