স্টিলথ একশন গেমের রাজ্যে মুকুটহীন সম্রাট হিটম্যান। টাক মাথার এই ব্যডএস কিলারের ভক্ত আমি সেই সাইলেন্ট এস্যাসিন খেলার পর থেকেই।
প্রায় ছয় বছরের লম্বা বিরতির পর স্টিলথ গেমিংকে নতুন করে ডিফাইন করতে এই নভেম্বরে মুক্তি পেল হিটম্যন সিরিজের পঞ্চম গেম হিটম্যন এবসল্যুশন।
চিতাবাঘের মত চুপিসারে শিকারকে ফলো করা, ছদ্মবেশ নিয়ে শত্রুর দুর্গম দুর্গে অনুপ্রবেশ করা, বিদ্যুতের বেগে শিকারের গলায় তারের ফাঁস পেঁচিয়ে কুপোকাত করে ফেলা... এই সব তো হিটম্যানের কাছে নস্যি।
এর সাথে আছে নানা ধরনের এনভায়রনমেনটাল কিল এর সুযোগ... যেমন, স্টিল ফেন্স ইলেক্ট্রিফাই করে শিকারকে রোস্ট বানিয়ে ফেলা অথবা গ্যসের লাইন লিক করে শিকারকে কাবাব বানানো অথবা কফির কাপে বিষ মিশিয়ে তাকে চিরনিদ্রায় পাঠানো।
এইসব স্টিলথ মুভের সাথে সাথে আপনি চাইলে দুইহাতে দুই মেশিন গান নিয়ে পাইকারি হারে মানুষ মারার প্রতিযোগিতায়ও নেমে যেতে পারেন। আপনার প্লে স্টাইল সম্পুর্ন আপনার পার্সোনাল চয়েজের উপর নির্ভর করবে।
যেভাবেই খেলেন না কেন, গেম শেষ করে আপনাকে বলতেই হবে... “Hell Yeahh”( Rudlefuz)
গেমটি খেলতে পিসিতে লাগবে,
স্ক্রিনশটঃ
ডাউনলোড করুনঃ
টরেন্ট ফাইলঃ
Hitman Absolution + DLCs PC full game ^^nosTEAM^^(Size: 13.22 GB)
Hitman Absolution-SKIDROW(14.18 GiB )
Hitman Absolution: Professional Edition (ENG/RUS) RePack(9.93 GiB)
Hitman: Absolution (ENG/RUS/ML8 ) [RePack] by RG Revenants (Size: 8.12 GB)
Hitman: Absolution-Black Box (Size: 9.85 GB)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন